চলেছি অচেনা পথে
অমাবস্যা রাতে।  
প্রভাতের নবারুণের আলোয়
শুরু হয়েছিল আমার পথ চলা।
নব আলোকে সিক্ত হয়েছিল
আমার তমসাচ্ছন্ন হৃদয়।


গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে
তোমার পবিত্র প্রেমের
শীতল ছায়ায় বসে
আমার তৃষ্ণার্ত হৃদয়
পান করেছিল অমৃত সুধা
পরম আনন্দে।


পথ চলতে ক্লান্তি কখনও
গ্রাস করতে পারে নি আমাকে।
অপরাহ্নের বারিধারা
ও দিগন্ত বিস্তৃত রামধনু
রোমাঞ্চ এনে দিয়েছিল
আমার স্বপ্নালু মনে।


তারপর দেখলাম
মেঘ মুক্ত আকাশে
সূর্যের আবির্ভাব।
এখনও চোখের সামনে
ভেসে ওঠে
সূর্যাস্তের সেই অপরূপ দৃশ্য।


ভাবিনি কখনও
হঠাৎ নেমে আসবে
এমন তমসাচ্ছন্ন সন্ধ্যা।
দেখলাম চন্দ্রহীন রজনী।
হয়তো বা চন্দ্রিমা
রয়েছে মগ্ন মধু চন্দ্রিমাতে।


থামব না কখনও থামব না
যদিও মধ্য রাতে একা আমি জীবন পথে।
তারারা মিটিমিটি করে বলছে-
ভয় নেই, এগিয়ে চলো
আমরা তো আছি তোমার সাথে
এই ঘুটঘুটে অন্ধকার রাতে।


এগিয়ে যাব আপন মনে।
আর মাত্র কটা প্রহর।
আমার সম্মুখে আসবে
শিশিরে ভেজা ভোর।
তারপরেই উঁকি দেবে
নতুন সূর্য রশ্মি আমার হৃদয়ে।


© দীপঙ্কর সাধুখাঁ