বিশ বছর আগে এক বসন্তের রাতে
ফুটফুটে জোছনায় নন্দন কাননে
হয়েছিল শেষ দেখা সঞ্জনার সাথে;
অপরূপ দেখাচ্ছিল সেই শুভ ক্ষণে।


চাঁদের আলোয় আর দখিনা বাতাসে
দু'জনে ছিলাম মেতে উষ্ণ আলিঙ্গনে;
দুটি মন ভেসে ছিল প্রেমের উচ্ছ্বাসে;
খুশি মনে চেয়েছিল চাঁদ সেই ক্ষণে।


কুড়িটি বসন্ত গেছে একে একে চলে;
তবু তাকে দেখি যেন নাচে পরী হয়ে।
সে যেন আমার সাথে কত কথা বলে;
সুখের মূহূর্ত খানি গ্রোথিত হৃদয়ে।


আমাদের প্রেম যেন এক রূপকথা;
র'বে এটি চিরকাল হয়ে এক গাথা।  


  
© দীপঙ্কর সাধুখাঁ