পেশাতে শিক্ষক আমি; কবি বড় সখে;-
অবসরে মগ্ন হই কাব্য সাধনাতে।
শৈশবে ছিল না ধ্যান কাব্য-কবিতাতে।
শুনেছি অনেক গল্প বড়দের মুখে।
কাব্য-কথা শুনে কত ছবি ভাসে চোখে।
পড়েছি কবিতা কত এ বঙ্গ ভাষাতে।
ধীরে ধীরে পর-ভাষা এসেছে আয়ত্তে;
বিবিধ সাাহিত্য পাঠ হল মহাসুখে।


হঠাৎ সাক্ষাৎ এক লেখিকার সনে;
প্রথম কবিতা লিখি তাঁর কথামতো।
বিশ্বখ্যাত কবিদের উৎসাহ দানে
রচি আমি বহু পদ; হই পুলকিত।
সেগুলির স্থান হল গ্রন্থের কাননে।
এভাবে হলাম কবি; লিখি নিজ মতো।
               -----------


           © দীপঙ্কর সাধুখাঁ
     (রচনাকাল: ০৬/১০/২০১৭।)


***এটি পেত্রার্কীয় সনেটেসর রীতি অনুসরণে রচিত। অষ্টকের মিলবিন্যাস– কখখক, কখখক। ষষ্ঠকের মিলবিন্যাস– গঘঙ,গঘঙ।


** ছন্দ: অক্ষরবৃত্ত। পর্ব: ৮ ও ৬ মাত্রার।