পৃথিবীর বুকে আজ বহে যায় কত ঝড় ঝঞ্ঝা;
জীবনের মরু ঝড় পাল্লা দিয়ে বহে তার সাথে।
আমার মনের জ্বালা একমাত্র বোঝে আমার মা;
সময় কাটাই আমি তাঁর সাথে সারা দিন-রাতে।


মায়ের সান্নিধ্যে থেকে সারাক্ষণ ভালবাসা পাই;
প্রতিটি মুহূর্তে আমি যত্ন নিই, শ্রদ্ধা করি তাঁকে।
তাঁর কথামতো আমি তাড়াতাড়ি যায় বিছানায়;
ঘুম থেকে জেগে উঠি তাঁর বড় স্নেহপূর্ণ ডাকে।


শৈশবের দিন থেকে মাকে আমি ভালভাবে জানি,
আমার হিতার্থে তিনি দিয়েছেন সুখ বিসর্জন।
মাকে যেন চিরকাল ভালবাসি, সেবা করি, মানি;
মায়ের ভালবাসায় খুশি হয় আমার এ মন।


হারাতে চাই না আমি মাতৃস্নেহ মুহূর্তের জন্য।
আমার জীবনখানি মাতৃস্নেহ মমতায় ধন্য।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১লা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৬ই মে, ২০২২।
কলকাতা, ভারত।