পথভ্রষ্ট হয়ে আমি তব ছলনায়,
চারিদিকে দেখি শুধু ঝঞ্ঝা ও কুয়াশা;
নেই কোন বিন্দুমাত্র কিরণ ও আশা।
কি মোহে ছুটেছি আমি পিছনে তোমায়?
ভেবেছি কি আগে আমি কেন এ রাস্তায়?
পেয়েছি শুধু তোমার মিথ্যা ভালোবাসা।
মরীচিকা কখনো কি মেটায় পিপাসা?
এ জীবন কাটিবে কি শুধু ব্যর্থতায়?


পালাব না কভু আমি যুদ্ধক্ষেত্র থেকে;
হারিতে আসি নি আমি এই পৃথিবীতে।
ব্যর্থতা ও ভুল থেকে আমি শিক্ষা নেব।
বুদ্ধি-বিদ্যা-চিন্তা-জ্ঞান-শিক্ষার আলোকে
শূন্য থেকে আমি পথ চলতে চলতে
হয়তো বা কোনোদিন লক্ষ্যে পৌঁছে যাব।


            ----------------


           © দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২১শে আশ্বিন, ১৪২৪।
ইংরেজি: ৮ই অক্টোবর, ২০১৭।


***এটি পেত্রার্কীয় সনেটের রীতি অনুসরণে রচিত। অষ্টকের মিলবিন্যাস– কখখক, কখখক। ষষ্ঠকের মিলবিন্যাস– গঘঙ,গঘঙ।


*** ছন্দ: অক্ষরবৃত্ত। পর্ব: ৮ ও ৬ মাত্রার।