আরব সাগর তীরে মুম্বাই নগরী;
এমন বাণিজ্য স্থল নেই ভু ভারতে।
দিন রাত পাহারায় কত যে প্রহরী;
কত লোক আসে কাজে বহু দূর হতে।


ট্রেন চলে, বাস চলে, চলে কত গাড়ি;
লোকারণ্য ধুমধাম, বিবিধ কারণে।
কত যে প্রাসাদ আছে, আছে উঁচু বাড়ি;
যেখানে তারারা থাকে বড় খুশি মনে।


তুমি তো নগরী নও, জাদুকরী মেয়ে;
মোহিত হয়েছি আমি তোমার শোভায়।
আমার জীবন ধন্য তব সেবা পেয়ে;
তোমার সান্নিধ্যে আসি বারে বারে তাই।


করেছ জীবন দান; ভুলি তা কি করে।
চিরকাল আছো তুমি আমার অন্তরে।


© দীপঙ্কর সাধুখাঁ