তুমি কি স্বপ্ন না কি মায়া?
যেখানে যাই পিছু ছাড়ো না আমার।
কখনও বা বিকালে রামধনু রুপে
আবির্ভূত হও আমার সম্মুখে।


সকালের সূর্য কিরণ রুপে
যখন উঁকি দাও আমার জানালায়,
তোমার উষ্ণ স্পর্শে
আমি ঘুম থেকে জেগে উঠি।


পূর্ণিমার রাতে ব্যালকনিতে বসে
যখন আমি চেয়ে থাকি আকাশের দিকে
রূপালী চাঁদের মধ্য থেকে তুমি হাতছানি দাও।
আর আমি মুগ্ধ হই তোমার রুপে।


গ্রীষ্মের প্রখর তাপ যখন অসহ্য মনে হয়
তখনই তুমি নেমে আস বৃষ্টি হয়ে।
আর তোমার শীতল স্পর্শে
শান্ত হয় আমার তপ্ত হৃদয়।


তুমি আবির্ভূত হও আমার সম্মুখে
প্রতিটি মুহূর্তে নূতন নূতন রুপে।
আমাদের হৃদয়ের পবিত্র বন্ধন
ছিন্ন হবে না কোন পরিস্থিতিতে।


© দীপঙ্কর সাধুখাঁ