শরৎ এসেছে তাই সাদা মেঘ নীলাকাশে ভাসে;
ঝকঝক ঝলমল করে সব সোনালী রোদ্দুরে।  
কাশবনে কাশফুল মাথা নাড়ে আনন্দ উচ্ছ্বাসে;
শিউলির গন্ধ মেখে স্নিগ্ধ বায়ু বহে যায় দূরে।

চাষীরা মনের সুখে মাঠে মাঠে করে ধান চাষ;
শরতের আগমনে চারিদিক কুসুমে ছাওয়া।
খঞ্জনা পাখির ডাকে মুখরিত আকাশ বাতাস;
বাঙালীর ঘরে ঘরে বহে যেন খুশির হাওয়া।


গ্রীষ্মের প্রদাহ নেই, নেই কোন ঝড়ের আভাস।
শরৎ এসেছে বঙ্গে লাগে তাকে বড় মনোহারী;
বিদায় নিয়েছে বর্ষা দেখা যায় নির্মল আকাশ।
প্রকৃতির সাজে তাকে মনে হয় অপরূপা নারী।


শরৎ শুভেচ্ছা নিয়ে আবির্ভূত আজ সর্বস্থলে;
ভেদাভেদ ভুলে গিয়ে উৎসবে মেতেছে সকলে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৩০শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৪ই মে, ২০২২।
কলকাতা, ভারত।