পরিবার সাথে নিয়ে বাস করি বাদামতলায়;
এখানেই কর্মস্থল কাজ করি আনন্দের সাথে।
অফিসের কাজে অতি ব্যস্ততায় দিন কেটে যায়;
তারপর বাড়ি ফিরি, হাসি মজা গল্পে মন মাতে।


নাতিদূরে স্রোতস্বিনী কল কল ছন্দে বহমান।
একান্তে নির্জনতায় অপরাহ্নে আমি মাঝে মাঝে
নদীপাড়ে বসে শুনি প্রকৃতির সুমধুর গান।
সুদূর আকাশে দেখি বিহঙ্গরা নীড়ে ফেরে সাঁঝে।


প্রকৃতি প্রেমিক তাই বড় ভালো লাগে প্রকৃতিকে;
শহুরে হুল্লোড় ছেড়ে ছুটে যাই আমি অবসরে
গাছপালা বনভূমি সবুজাভ প্রান্তরের দিকে;
প্রকৃতির সাথে মিশে কত কথা বলি প্রাণ ভরে।


বাদামতলায় আমি পরিবার নিয়ে থাকি সুখে;  
অবসরে দিন কাটে মহানন্দে প্রকৃতির বুকে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৪শে কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ১১ই নভেম্বর, ২০২৩।