বাসর ঘরের রাতে একসাথে ছিলাম দুজনে;
সোহাগ করতে গেলে বধূ বলে একটু দাঁড়াও;
ছুঁয়ো না আমাকে তুমি, কথাগুলো শোন একমনে,
কখনো কাউকে তুমি বলবে না, তুমি কথা দাও।


অভয় দিলাম আমি বারে বারে, শোনাও আমাকে;
আবেগের সাথে কথা মুখ থেকে ঝরে পড়ে তার।
আমার অতীত আছে, এখনও ভালোবাসি তাকে;
বাধা দিল পরিবার, বিয়ে হল তোমার আমার।


বললাম তুমি যদি চাও তবে আবার তোমার
বিয়ে হবে তার সাথে, আত্মত্যাগ করলাম আমি।
এই কথা শুনে বধূ কেঁদে বলে, কি হবে তোমার?
বললাম আমার যা হবে শুধু জানে অন্তর্যামী।


তারপর বধূ বলে তোমাকেই শুধু ভালোবাসি;
আমার সোহাগ তুমি, প্রিয়তম! মুখে আনো হাসি।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৮ই কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৬শে অক্টোবর, ২০২৩।