সত্যকে সাজাও যদি মিথ্যার পোশাকে;
একে একে চলে যাবে সমস্ত বিশ্বাস।
কখনো পাবে না আর তুমি খুঁজে তাকে:
তোমাকে করবে লোকে শুধু অবিশ্বাস।


বিশ্বাস যে জীবনের বড় মূলধন;
একবার চলে গেলে হবে খুব ক্ষতি।
দ্বিধা-সন্দেহে ভরবে সকলের মন;
সম্পর্কের মাঝে যাবে পড়ে ছেদ যতি।


বিশ্বাস সোনায় গড়া এক রাজহাঁস;
সততার সাথে তুমি কাটালে জীবন,
আমৃত্যু সোনার ডিমে ভরবে আবাস।
তাকে যদি হত্যা করো হারাবে সে ধন।


মিথ্যার পোশাকে যদি সাজো একবার।
সঞ্চিত বিশ্বাস পুড়ে হবে ছারখার।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৫শে মে, ২০২২।
কলকাতা, ভারত।