বাংলা আমার মাতৃভাষা, বাংলাতে বলি কথা।
বাংলায় আমি স্বপ্ন দেখি, বাংলাতে রচি গাথা।
বাংলা যেন মাতৃ দুগ্ধ, অমৃত সমান।
বাংলা আমার প্রাণের ভাষা, হবে না কখনও ম্লান।


বাংলা আমার মাতৃভূমি, বাংলাতে করি বাস।
বাংলা হল শস্য শ্যামলা, কাউকে করে না নিরাশ।
এই বাংলাকে বেসেছেন ভালো টেরেসা-নিবেদিতা।
বিশ্বকে তাঁরা দেখিয়েছেন মানবতার রাস্তা।


বাংলা হল বঙ্কিম চন্দ্র ও রবি ঠাকুরের দেশ।
বাংলাতে তাঁরা ঘটিয়েছিলেন জাতীয়তাবাদের উন্মেষ।
বাংলার ছেলে জগদীশ চন্দ্রের বেতার আবিষ্কার
বিশ্ববাসীর কাছে আজও এক বড় উপহার।

বাংলা হল পঁচিশ কোটি বাঙালির গৌরব।
যুগ যুগ ধরে ছড়াবে বিশ্বে শান্তির সৌরভ।


© দীপঙ্কর সাধুখাঁ
21 শে ফেব্রুয়ারী, 2016।