বসে বসে ক্লান্ত হয় শ্রীফল বিক্রেতা;
বৈশাখের তপ্ত দিন কেটে যায় হাটে।
আসে দেখে দর করে ফিরে যায় ক্রেতা;
কচি ভাব বলে হাঁকে, সময় কি কাটে?


তেঁতুল আমড়া লেবু, ফল রকমারি;
বসেছে সেগুলো নিয়ে দোকানি অদূরে;
দলে দলে লোক আসে, কিনে যায় বাড়ি;
দোকানি আমড়া বেঁচে খায় পেট পুরে।


দুধ নয় ঘোল চায় - এ পথে সমাজ।
ভলোর কদর নেই, আসক্তি তেঁতুলে।
অন্ধকারে রূপচর্চা আর করে সাজ;
শিক্ষার বেহাল দশা হল কার ভুলে?


পরিবর্তন বলে শুধু মাথা ঠোকা সার;
বোধশক্তি ভোঁতা হলে কি করবে আর।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল:  ১১ই কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৯শে অক্টোবর, ২০২৩।


-----------------------------------------