তোমার চোখে দেখেছিলাম
আমার স্বপ্ন, আমার খুশি।
জানি না তুমি কেমন আছ
এক বুক অভিমান নিয়ে।
আমার দ্বার উন্মুক্ত রবে
তোমার জন্য চিরদিন।


দেখলে আমার বাহিরালয়;
বুঝলে না আমার কোমল হৃদয়।
তোমার সুরে আমার তরে
আমার প্রাণ বাজায় বাঁশি।
তোমার প্রেমে আমার প্রাণে
উঠত জোয়ার রাত ও দিনে।


আমার মনে আজও তুমি
যেমন ছিলে আছ তেমনি।
দেখলে শুধু রক্ত আঁখি
বুঝলে না রে প্রাণের সাথী।
আমার দ্বার উন্মুক্ত রবে
তোমার জন্য চিরদিন।


© দীপঙ্কর সাধুখাঁ