ওরা শুধু পয়সা চেনে।
আর কিছুই বোঝে না।
আমি তো পয়সা চাই নি।
চেয়েছিলাম এমন একজনকে
যে আমাকে ভালোবাসবে চিরকাল।


সাত বছর পার হয়েছে।
আমি একটা ছোট্ট মেয়ে থেকে
আজ হয়েছি একজন পূর্ণ বয়স্কা নারী।
বুঝেছি ভালো মন্দ; বুঝেছি সময়কে।
বুঝতে চেয়েছি সবাইকে।


অতীতকে ভুলে আবার
ভালোভাবে বাঁচার চেষ্টা করেছি।
কিন্তু পারি নি।
পারব কি কখনও
সেগুলি স্মৃতি থেকে মুছে ফেলতে?


যখন আমি তোমার কাছে আসি
দেখি আমাদের পরিচিত সেই জায়গাগুলো।
ওরা আমাকে ডাকে বার বার।
বলে, "তুমি একজন ঠকবাজ।
কথা দিয়েও রাখ নি কথা।"


আমি তো চাই নি এইরকম।
জীবনে অনেক কিছু পেয়েছি।
পাই নি সেই ভালোবাসা
যা আমাকে ওর কাছ থেকে
দূরে সরিয়ে দিয়েছে চিরতরে।


আমাদের অতি পরিচিত পার্কটা বলে,
"তুমি নষ্ট করেছ
একটি নিষ্পাপ জীবনকে।
তুমি মোটেও ঠিক কর নি।"
দিনরাত ঐ কথাগুলো আমাকে ভাবাই।


মাঝে মাঝে মনে হয়
আমি যদি হতাম এক নিরক্ষর মেয়ে
হয়তো সেটাই ভালো হতো।
তাহলে কোনটা ভালো, কোনটা মন্দ
বুঝতে পারতাম না আমি।


আব্বাজান!
আমি রেখেছি তোমাকে দেওয়া কথা।
তাই সবকিছু ভুলতে পারি।
পারি না ভুলতে কখনো
তোমার স্নেহ ও ভালোবাসা।


জানি না আমার কি কসুর।
হয়তো সময়ই বলে দেবে
আমি ঠিক না ভুল।
তোমার সম্মানের জন্য
আমি সব করতে পারি।


তোমার জন্য আমি
বিসর্জন দিয়েছি আমার ভালোবাসা।
যদি প্রয়োজন হয়  
তোমার জন্য আমি আমার জীবন দিতেও রাজি-
আমার প্রিয় আব্বাজান!


© দীপঙ্কর সাধুখাঁ
১০ই মার্চ, ২০১৭।