জানি না কখন কিভাবে
এসেছিলাম পৃথিবীতে।
মনে নেই সেই কথা
যখন ছিলাম আমি খুব ছোট।


শৈশবের সেই দিনগুলো
মনে পড়ে
যখন আমার বয়স ছিল
মাত্র চার বছর।


ক্রমে ক্রমে বড় হয়ে উঠেছি।
এখন হয়েছি এক পূর্ণাঙ্গ যুবক
বড়দের ভালোবাসা,
স্নেহ ও তোমার প্রেমে।


স্মৃতি থেকে লিখছি
সেই কথা
যা প্রকাশ করা
প্রায় অসম্ভব।


যখন  বুঝতে শিখেছি
তখন থেকে আমার মধ্যে
কি যেন একটা
কাজ করে চলেছে অহরহ।


পড়াশোনা, খেলাধুলা,
সাফল্যে আমি নই।
সাফল্য এনে দিয়েছে
সেই অলৌকিক শক্তি।


তোমার সাথে পরিচয়,
ভালোবাসা, স্বর্গীয় অনুভূতি -
সবই হয়েছে
শুধু তারই জন্য।


জীবনে অনেকগুলো বছর অতিবাহিত হয়েছে।
ঝড়, তুফান, মরুভূমি, সমুদ্র,
গহন জঙ্গলের মধ্য দিয়ে
চলতে হয়েছে আমাকে।


কিন্তু আমি কি চলেছি ?
না।
এক অসীম শক্তি
কাজ করেছে আমার হয়ে।


জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে
বেরিয়ে এসেছে  সেরাটা।
আমি এটা ভালো জানি; অন্যরাও জানে এটা।
চেনে আমাকে এ জন্যেই।


প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা,
পৃথিবীকে চেনা,জানা-
সবই সম্ভব হয়েছে
তারই জন্য।


মাঝে মাঝে রাত্রি জেগে উঠি
তারই আহ্বানে।
কখনো কখনো আনন্দে
চক্ষু ভরে যায় অশ্রুতে।


অনুভব করি
বেঁচে থাকার আনন্দ।
মনে হয় বাঁচি ও অন্যদেরও বাঁচাই।
সেবা করি, ভালোবাসি মানুষকে।


মাঝে  মাঝে খোঁজার চেষ্টা করি
কে সে যে আমার মধ্যে
রয়েছে অহরহ ?
কিন্তু পারি না।


তবে অনুধাবন করি ।
এটাই ঈশ্বর।
এটাই স্বর্গীয় ভালোবাসা।
এটাই সেই অসীম শক্তি।


যার জন্য আমি রয়েছি
পৃথিবীতে।
আর পৃথিবী মনে হচ্ছে
আমার কাছে স্বর্গ।


©দীপঙ্কর সাধুখাঁ