তুমি আর একা একা যেও না আঁধারে;
বিষাক্ত বিছেরা পথে কিলবিল করে।
বিষধর সাপ ব্যাঙ আছে ঝোপঝাড়ে;
আঁধারের মাঝে তারা শিকারকে ধরে।


আঁধারে কুকুরগুলো ঘুরছে রাস্তায়;
ক্ষুধার জ্বালায় তারা কাউকে না বোঝে।
ক্ষুধার্ত বিড়ালগুলো অন্ধকারে যায়;
বসে থাকে চুপিসারে ইঁদুরের খোঁজে।


অন্ধকারে মোড়ে মোড়ে গলিতে ও ক্লাবে
দুপায়ের জন্তুরাও আছে ওত পেতে।
তোমাকে একলা দেখে তারা মজা পাবে;
ছিঁড়ে ছুটে লুটেপুটে খাবে আনন্দেতে।


আঁধারে যেও না তুমি আর একা একা;
ভয়ঙ্কর জন্তুদের পাবে কিন্তু দেখা।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ২২শে মে, ২০২২।