চারিদিক শূন্য দেখি;
শূন্য আর শূন্য।
জীবনটাকে মনে হয় -
বড়ই হেঁয়ালি পূর্ণ।


ছুটেছিলাম তোমার পিছে -
জানি না কোন আশায়।
পথভ্রষ্ট হয়েছি আমি,
আবার তোমার ছলনায়।


হয়তো বা তোমার মোহে,
বারবার হয়েছি ব্যর্থ।
মনে হয় শূন্য থেকে চলি
বুঝতে হেঁয়ালির অর্থ।


© দীপঙ্কর সাধুখাঁ