তোমার সঙ্গে  পরিচয়
          আমার বেশি দিনের নয়।
অল্পদিনেই সহজে তুমি
           আমার করেছ মন জয়।


কখনো তোমার সাথে
           আমার হয় নি সাক্ষাৎ।
তোমার কষ্টে আমার হৃদয়
          পায় যে বড়ই আঘাত।


বসন্তের গোলাপ তুমি
          আমার হৃদয় বাগানে।
গ্রীষ্মের বারিধারা তুমি
          আমার এই তপ্ত জীবনে।


পূনিমার চাঁদ তুমি
          আমার সুদীর্ঘ রজনীতে।
শীতের সূর্য হয়ে তুমি
          কিরণ দাও আমার ধরণীতে।


সময়ের স্রোতে একদিন
          সবকিছু হবে যে বিলীন।
তোমার আমার বন্ধুত্ব
          কোনদিন হবে না মলিন।


হয়তো বা কখনও
          আমাদের হবে না মিলন।
আমাদের হৃদয়ের সম্পর্ক
        তবুও  বেঁচে র'বে চিরন্তন।


© দীপঙ্কর সাধুখাঁ