আঠারোর সীমা আজ পার হল হালিমা খাতুন;
ছোট্ট শান্ত মেয়েটিই হল যেন পরিপূর্ণা নারী।
নম্র ভদ্র মিষ্টিভাষী হালিমার আছে কত গুণ;
হাসিমুখে বলে কথা আলোকিত হয় ঘর বাড়ি।


মননে মেধাবী বটে, মেদহীন বিমূর্ত প্রতিভা;
কথাবার্তা আচরণ অতিশয় শিষ্টাচারে ভরা।
ভাবনার দোল খায় তনু মনে রজনী কি দিবা;
বসন্তের প্রবাহিত বায়ু হয়ে শান্ত করে ধরা।


বিদ্যা বুদ্ধি শিক্ষালাভে হালিমার জুড়ি মেলা ভার;
লেখাপড়া ধ্যান জ্ঞান সারাক্ষণ অধ্যয়ন করে।
বিদ্যালয়ে সুশৃঙ্খল অন্য দিকে মতি নেই তার;
এমন শিক্ষার্থী পেয়ে আমাদের মন গর্বে ভরে।


বুদ্ধিদীপ্তা আত্মজার জন্য ধন্য তার পিতা মাতা;
হালিমা খাতুন হবে একদিন সমাজের ত্রাতা।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৫ই কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৩শে অক্টোবর, ২০২৩।