স্বাস্থ্য বৃহৎ সম্পদ- সকলেই জানে।
দিনরাত ছুটি তবু অর্থের পিছনে।
কতজন স্বাস্থ্য বিধি ঠিকমতো মানে?
নিদ্রা-আহারের সূচী কে বা রাখে মনে?


সুকর্মে বা দুষ্কর্মে যে সারাক্ষণ মাতে
অর্থ-যশ-খ্যাতি-পদ লাভের আশায়,
বিদ্যা-বুদ্ধি-শক্তি ক্ষয় করে দিন রাতে
নিজেই সে বিপদের দিকে ছুটে যায়।


প্রকৃতির বিপরীতে সর্বদা যে চলে
প্রকৃতি ছাড়ে না তাকে প্রতিশোধ নিতে।
দেহ পরিণত হয় এক জীর্ণ স্থলে;
রোগ ব্যাধি বাসা বাঁধে গ্রীষ্ম কিম্বা শীতে।


সমস্ত শ্রমার্থ তার হয় যে নিষ্ফল
স্বাস্থ্য রক্ষায় যে জন হয় না সফল।     


© দীপঙ্কর সাধুখাঁ  
রচনাকাল: ২২শে জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ৬ই জুন, ২০২২।