স্বাস্থ্যই বড় সম্পদ- সকলেই জ্ঞাত।
অহরহ ছুটি তবু অর্থের পিছনে।
নিয়মিত শরীরের যত্নতে কজনে?
কজন নিদ্রা-আহার করে ঠিকমতো?
সুকর্মে-দুষ্কর্মে থাকে যে সর্বদা ব্যস্ত -
অর্থ-যশ-খ্যাতি-পদ লাভের কারণে,
বিদ্যা-বুদ্ধি-শক্তি ক্ষয় করে দিনে দিনে-
সে নিজেই বিপদকে জানায় স্বাগত।


প্রকৃতি ছাড়ে না তার প্রতিশোধ নিতে
যে চলে প্র্রতিনিয়ত তার প্রতিকূলে।
দেহ-মন্দিরকে করে জরাজীর্ণ স্থান,
রোগ ব্যাধি সেখানেই মহানন্দে মাতে।
সমস্ত শ্রমার্থ তার যায় যে বিফলে;
স্বাস্থ্য রক্ষায় সক্ষম হয় না যে জন।
    
            -----------


         ©দীপঙ্কর সাধুখাঁ
   (রচনাকাল: ০৪/১০/২০১৭)


***এটি পেত্রার্কীয় সনেটের রীতি অনুসরণে রচিত। অষ্টকের মিলবিন্যাস– কখখক, কখখক। ষষ্ঠকের মিলবিন্যাস– গঘঙ,গঘঙ।


*** ছন্দ: অক্ষরবৃত্ত। পর্ব: ৮ ও ৬ মাত্রার।।