বসন্তের অপরাহ্নে আমি একা জানালার ধারে;
শৈশবের স্মৃতিগুলি উঁকি দেয় মনের কুটিরে।  
শিমুল পলাশে রাঙা ফাগুনের স্মৃতি বারে বারে
হৃদয়ের দরজায় কড়া নাড়ে আসে ফিরে ফিরে।


আকাশ বাতাস হতো মুখরিত পাখির কূজনে;
বাসন্তিক উৎসবে কেটে যেত মধুর সময়।
আবিরে রাঙানো দিন বারে বারে কেন পড়ে মনে?
বসন্ত এসেছে তবু আজ বড় একা মনে হয়।


মাঠে মাঠে ঘুরতাম ফাগুনের মিঠা রোদ মেখে;
চারিদিকে সবুজের সমারোহে হতো মন শান্ত।
কত দূরে আছি আমি আমাদের ছোট গ্রাম থেকে;
ফাগুনের দিনে একা তাই মন বড়ই অশান্ত।


বসন্তের দিনে আমি একা বসে জানালার ধারে।
হৃদয়ের দরজায় কত শত স্মৃতি কড়া নাড়ে।


দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৫ই মার্চ, ২০২৩।