পাগলের মতো তুমি আমার পিছনে
দিন রাত ঘুরেছিলে ভালবাসা পেতে।
ভুলে গেলে সেই সব, পড়ে না কি মনে?
দূরভাষে সারাক্ষণ থাকতাম মেতে।


একদিন চার হাত গেল এক হয়ে;
তারপর হল সেই মধুর মিলন।
দিনরাত্রি কথা হত হৃদয়ে হৃদয়ে,
এভাবেই দু'জনের কেটে যেত ক্ষণ।


তুমি ছিলে জীবনের একমাত্র আশা;
হঠাৎ যে ভালবাসা চলে গেল দূরে।
দিন রাত্রি খুঁজে যাই সেই ভালবাসা;
তুমি ছাড়া এ জীবন বড়ই বেসুরে।


বসে আছি আমি একা স্মৃতির কুটিরে;
আগের সে তুমি এসো একবার ফিরে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৮শে মে, ২০২২।