তোমাকে পেয়েছি কত সাধনার পরে;
আনন্দের বানে হয় উচ্ছ্বসিত মন।
তোমার ভালবাসায় প্রাণ যায় ভরে;
স্বপ্নগুলো সত্যি হল ধন্য এ জীবন।


জীবনে ছিল না কোন সবুজের লেশ;
জীবনটা ছিল এক ধু ধু মরুভূমি।
তুমি এলে তাই খরা হয়ে গেল শেষ;
সবুজে সবুজে তুমি ভরে দিলে ভূমি।


অন্ধকার দিনগুলি চলে গেছে দূরে;
জীবনটা আজ যেন নির্মল আকাশ।
হৃদয়ের পাখি গায় গান মিষ্টি সুরে;
কত সুখে করি আমি শব্দ নিয়ে চাষ।


তোমাকে পেয়েছি আমি সাধনার পরে;
দুঃস্বপ্নের দিনগুলি গেছে দূরে সরে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৬ ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ৩১শে মে, ২০২২।
কলকাতা, ভারত।