চায় না আমার মন সুবিশাল রাজার প্রাসাদ;
মাটির মানুষ হয়ে আমি যেন প্রদোষে প্রভাতে
জীবন কাটাতে পারি পৃথিবীতে, এ আমার সাধ।
আমার জীবন নদী বয়ে যাক স্বচ্ছতার সাথে।  


মা মাটি মানুষকেই ভালোবেসে কাটুক জীবন;
প্রকৃতির সাথে যেন মিশে থাকে আমার হৃদয়।
বটবৃক্ষ হয়ে আমি বেড়ে উঠি, চায় এই মন ;
সকলকে ছায়া দেব; কাঠুরেকে কেন পাব ভয়?


এমন মানুষ হব সকলেই যেন দিনে রাতে
আমাকে পরম স্নেহে টেনে নেবে সকলের বুকে।
আপদে বিপদে আমি থাকি যেন মানুষের সাথে;
আমার পৃথিবী যেন কেঁদে ওঠে অপরের শোকে।


আমার জীবনধারা বয়ে যাক মানুষের জন্য;
এতেই আমার মন শান্তি পাবে, হব আমি ধন্য।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৮শে ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৫ই সেপ্টেম্বর, ২০২৩।