আমি আবার আসব ফিরে
তোমার হৃদয়ের কুটিরে
যেমন করে বসন্ত ফিরে আসে
প্রতি বছর ফাল্গুন মাসে।


অনেকদিন হয় নি দেখা তোমার সাথে।
দেখবে আমাকে কোন এক মধ্য রাতে।
হয়তো বা পূর্ণিমার চাঁদ হয়ে
উঁকি দেব বারবার তোমার হৃদয়ে।


শরতের শিউলি ফুলের মত
হয়তো বা হব বিকশিত।
আর আমার সুমিষ্ট গন্ধে
ভরে যাবে তোমার মন আনন্দে।


হয়তো বা গ্রীষ্মের কোন এক দুপুরে
বৃষ্টি হয়ে ঝরব তোমার উপরে।
মেটাবে তোমার সমস্ত তেষ্টা
আমার বৃষ্টির শীতল ফোঁটা।


আমি আবার আসব ফিরে
তোমার হৃদয়ের কুটিরে
যেকোন ঋতুতে, যেকোন দিনে
শুধু তোমার ভালোবাসার টানে।


©দীপঙ্কর সাধুখাঁ