পৃথিবীতে রেখে যাবো আমি শুধু কিছু পদচিহ্ন;
চাই না আমার কোন অর্থকড়ি চাই না প্রাসাদ।
মাটির মানুষ হয়ে পৃথিবীতে কাজ করে ভিন্ন,
জীবন কাটাব আমি এ আমার একমাত্র সাধ।


প্রকৃতির ক্রোড়ে থেকে প্রকৃতিকে ভালোবেসে
বিশুদ্ধ বাতাস নেবো সারাক্ষণ প্রকৃতির থেকে।
প্রাণ জুড়াবে আমার দিন যাবে খেলে আর হেসে;
সকাল কাটাবো আমি শিশিরের সুন্দরতা দেখে।


অপরাহ্ন কেটে যাবে সরোবর তীর ঘুরে ঘুরে;
কচুরিপানার রূপে মুগ্ধ হবে আমার হৃদয়।
গোধূলি সময় হবে মুখরিত বিহঙ্গের সুরে।
আমার সন্ত্রস্ত মন শান্ত হবে দূর হবে ভয়।


শুধু কিছু পদচিহ্ন রেখে যাবো আমি পৃথিবীতে;
আমাকে পড়লে মনে ফিরে যেও আমার অতীতে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২রা কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২০শে অক্টোবর, ২০২৩।