হৃদয়ে সহে না জ্বালা আমি বড় ক্লান্ত;
ছুটেছিলাম কি মোহে তব পিছে পিছে!
দিলে না আমাকে ধরা আমি পরিশ্রান্ত;
ঠকিয়েছে বার বার আশা দিয়ে মিছে।


কণ্ঠ শুকিয়ে যখন ধুঁকেছি তৃষায়
এসেছ তখন তুমি আমার সামনে।
ছিলাম অমৃত সুধা পানের আশায়;
দিলে না করতে পান ব্যথা দিলে মনে।


তোমাকে চেয়েছি আমি আমার হৃদয়ে;
কোকিলের মতো যদি গান গাও সুরে।
ঊষার মরুভূমির মরীচিকা হয়ে  
আমার সামনে থেকে সরে গেলে দূরে।


বুঝেছি তোমাকে আমি তুমি এক মায়া
অথবা চেয়েছি  যাকে তুমি তার ছায়া।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৮ই মে, ২০২২।
কলকাতা, ভারত।