জীবন সায়াহ্নে দেখি
আঁখি মেলে আমি
কোথাও কালো জলরাশি
কোথাও ধূসর মরুভূমি।


আমার আকাশ হতে
চলে গেছে নীল।
চারিদিকের সবুজ
আজ হয়েছে মলিন।


জীবন বৃক্ষ আমার
প্রায় ম্রিয়মাণ।
ফুল হয়ে ফোটার আগে
কুঁড়ি হারাচ্ছে প্রাণ।


স্বপ্নের আকাশে দেখি
দুঃস্বপ্নের ছায়া।
পশ্চিম দিগন্তে উঠছে
হতাশার হাওয়া।


আমার রাতের আকাশে
নেই কোন নক্ষত্র।
রূপালী চাঁদ যেন
আজ এক ব্যঙ্গচিত্র।


আমার হৃদয় আজ
বড়ই অশান্ত।
তোমার স্নেহের স্পর্শে
হবে তা শান্ত।


হয়তো আবার আমার স্বপ্ন
রঙিন হবে নিমেষে
যখন তুমি কিরণ দেবে
আমার আকাশে।


© দীপঙ্কর সাধুখাঁ