তুমি আমি একসাথে স্বপ্নের তরীতে
নিরালায় ভেসে যাবো আনন্দ উচ্ছ্বাসে।
কেন তুমি ভয় পাও সিন্ধু পাড়ি দিতে?
কি দারুণ হবে যদি তুমি থাকো পাশে।


অচেনা অজানা দেশে সাগরের ধারে
ভালোবাসা দিয়ে ঘর বাঁধব দু'জনে।
দেখা যাবে কত পাখি সাগর কিনারে;
ভরে যাবে দুটি মন পাখীর কূজনে।


তুমি আমি একসাথে বালুচরে সাঁঝে
কাটাব মূহুর্তগুলি আনন্দের সাথে।
শীত- গ্রীষ্ম আসবে না আমাদের মাঝে;
কথা হবে প্রেম হবে বসন্তের রাতে।


চলো যাই তরী বেয়ে বসন্তের দেশে।
সপ্ত সিন্ধু পাড়ি দেব নাবিকের বেশে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১০ই এপ্রিল, ২০২২।
কলকাতা, ভারত।