জীবন সায়াহ্নে আমি দেখি মেলে আঁখি
কোথাও ঊষর ভূমি কোথাও বা মরু।
শঙ্কিত আতঙ্ক গ্রস্থ হৃদয়ের পাখি;
জীবনটা যেন এক পত্র শূন্য তরু।


আমার আকাশ হতে রোদ্র গেছে চলে;
বিকালে এসেছে নেমে ঘন অন্ধকার।
পশ্চিম দিগন্তে সূর্য যায় যেন ঢলে;
তাহলে কি ছিঁড়ে যাবে জীবনের তার?


হতাশার মেঘ জমে হৃদয়ের কোণে;
স্বপ্নের আকাশে আজ দুঃস্বপ্নের ছায়া।
হৃদয়ে উঠেছে ঝড় শান্তি নেই মনে;
জীবনকে মনে হয় এক বড় মায়া।


আমার হৃদয় আজ বড় ভারাক্রান্ত।
তোমার প্রেমের স্পর্শে হবে কি তা শান্ত?


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৬ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
বজবজ, পশ্চিমবঙ্গ।