হাসি খুশি মুখ আর ঘন কালো কেশ;
রূপসী তনয়া তুমি স্নিগ্ধ দুটি আঁখি।
হৃদয়ে তিক্ততা নেই কথা বলো বেশ;
মনের আকাশে ওড়ে আনন্দের পাখি।


তোমার জননী শিল্পা, পিতা শুভঙ্কর;
চোখে মুখে প্রতিক্ষিপ্ত দুজনের প্রভা।
মহাসুখে কেটে যায় প্রতিটি প্রহর;
সঙ্গীতে-নর্তনে বাড়ে আবাসের শোভা।


সাধুখাঁ তনয়া তুমি, নামটি শ্রীদৃতা;
জনক মেধাবী আর মাতা মনোহরী।
তুমিতো কন্যাশ্রী আহা, বঙ্গজ দুহিতা;
মননে মেধাবী তুমি, রূপে যেন পরী।


একদিন হবে তুমি পুষ্পভরা বৃক্ষ।
তোমার সুগন্ধে যাবে ভেসে অন্তরীক্ষ।


© দীপঙ্কর সাধুখাঁ।
রচনাকাল: ১৮ই জুলাই, ২০২১।