মায়াবী জগৎ ছেড়ে একদিন যাবো আমি চলে
পৃথিবীর ইন্দ্রজাল ভেদ করে অসীমের দিকে।
সৃর্য তেজে ভরা এই দেহখানি যাবে ক্রমে ঢলে;
সোনালি রোদের হাসি হয়ে যাবে বিবর্ণ ও ফিকে।


রূপ রস কামনার অগ্নিশিখা আমার শরীরে  
নিভে যাবে একদিন, জ্বলবে না রাতের উদ্যানে।
যৌবনের বাঁধ ভাঙা উচ্ছ্বসিত নদী আর ফিরে
আসবে না কোনোদিন, বয়ে যাবে মহাকাল পানে।


আমার দু'চোখ থেকে ঝলমল অনির্বাণ জ্যোতি
আসবে ঝাপসা হয়ে একদিন কুয়াশার মত।
দেখবে সেদিন তুমি, থেমে যাবে সময়ের গতি;
একে একে ঝরে যাবে প্রস্ফুটিত ফুল আছে যত।


মায়াবী জগৎ ছেড়ে চলে যাবো আমি একদিন;
অন্তহীনতায় মিশে যাবো ফিরব না আর কোনোদিন।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১২ই কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ৩০শে অক্টোবর, ২০২৩।