আমি জানি তুমি পারবে না,
পারবে না দূরে থাকতে।
এক বুক অভিমান নিয়ে
চেয়েছিলে অনেক দূরে চলে যেতে।


জীবনটা বড়ই কঠিন যাত্রা
চলার পথে আসে কত বাধা।
কখনও বা মনে হয় দুর্গম পাহাড়।
কখনও বা মনে হয় এ এক বড় ধাঁধা।


মুক্ত বিহঙ্গের মতো উড়েছ আকাশে
দেখেছ সেখানে কত মেঘের খেলা।
পার নি সিক্ত হতে বৃষ্টি বা রোদ্দুরে।
তৃষ্ণায় ক্লান্ত হয়ে নেমেছ একলা।


তৃষ্ণায় অমৃত, ক্লান্তিতে বিশ্রাম পেতে
তুমি আবার ফিরে এসো আমার হৃদয়ে।
আবার দুজনে মিলে গড়ব নতুন পৃথিবী
আমাদের পবিত্র ভালোবাসা দিয়ে।


© দীপঙ্কর সাধুখাঁ