চাতকের মতো আমি চেয়ে আছি আকাশের দিকে;
আষাঢ়েও বৃষ্টি নেই, ঝলসিত পৃথিবীর বুক।
আশার সবুজ দিন ক্রমে ক্রমে হয়ে যায় ফিকে;
এমন খরাতে মনে শান্তি নেই মৃতপ্রায় সুখ।


দিন মানে বিভীষিকা, অনিদ্রায় যামিনী কি কাটে?
বর্ষাকালে বৃষ্টি নেই মনে হয় সব কিছু মিছে।
সোনার ফসল পোড়ে, কৃষকেরা শঙ্কাগ্রস্ত মাঠে;
কি আশায় বুক বাঁধি? স্বপ্ন খণ্ড খরার কিরিচে।


জ্বলে পুড়ে ভস্মীভূত চারিদিক সূর্যের উত্তাপে;
অনাবৃষ্টির প্রকোপে সর্বস্থলে ওষ্ঠাগত প্রাণ।
ছোট বড় সকলেই আতঙ্কিত অনাবৃষ্টি শাপে;
খরার কবল থেকে পৃথিবী কি পাবে পরিত্রাণ?

কখনো দেখিনি আমি ঝলসানো এই পৃথিবীকে।
চাতকের মতো তাই চেয়ে আছি আকাশের দিকে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৬ই জুন, ২০২৩।