জীবন কাটাতে গেলে চাই প্রেম চাই ভালোবাসা;
আমিও খুঁজেছি তাই সারাক্ষণ মনের মানুষ।
সফল প্রেমিক হব একদিন ছিল বড় আশা;
কোথাও পাইনি তাকে যার আছে মান আর হুশ।


কখনো বা ছায়াছবি কখনো বা মরীচিকা হয়ে  
সামনে এসেছে প্রেম ছুটে গেছি তার পিছে পিছে।
পারিনি বাঁধতে তাকে কোন বার আমার হৃদয়ে;
থমকে দাঁড়িয়ে গেছি ভালোবাসা মনে হয় মিছে।


ব্যর্থ প্রেমের সাগরে আমি যেন ভেসে আছি একা;
কেটেছি সাঁতার আমি প্রাণপণে অতল সাগরে।
মিথ্যা প্রেম বার বার ঠকিয়েছে, দিয়েছে যে ধোঁকা;
তবুও চলব আমি প্রেমেরই পথ ধরে ধরে।


পৃথিবীতে যতদিন আছি আমি যাব ভালোবেসে;
প্রেমের প্রেমিক আমি চলি পথ প্রেমিকের বেশে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৩রা কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২১শে অক্টোবর, ২০২৩।