আমার জীবন যেন পত্রশূন্য পর্ণমোচী বৃক্ষ;
প্রশাখায় নেই কোন প্রস্ফুটিত সুবাসিত ফুল।
পাখিরা আসে না তাই শূন্য প্রায় ভূমি অন্তরীক্ষ;
তরুশোভা হারিয়েছি দিতে হবে ভুলের মাশুল।


আমার জীবনখানি ছিল এক প্রবাহিত নদী;
জমেছে আগাছা কত নদী তাই প্রায় স্রোতহারা।
আমার জীবন নদী কোনদিন থেমে যায় যদি
কিভাবে কাটবে কাল ভীত নই, হব ছন্দ ছাড়া।


জীবনে চলতে গিয়ে পথে আসে কত শত বাধা;  
পেরিয়েছি কত পথ মরুভূমি উঁচু মহীধর।
জীবনটা মনে হয় সত্যি যেন এক বড় ধাঁধা;
বুঝেছি চলার পথে কে আপন আর কারা পর।


ভালোবেসে আজ আমি সর্বস্বান্ত হয়েছি ভিখারি;
তবুও নিঃশেষ হব ভালোবেসে হব পথচারী।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২রা কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২০শে অক্টোবর, ২০২৩।