আকাশে ঘন কালো মেঘ।
তাই আজ শ্রাবণের বিকেলে
সূর্য হয়েছে বড়ই ম্লান।


মেঘের গুর গুর শব্দে
আর বিদ্যুতের ঝলকানিতে
কেঁপে ওঠে আমার হৃদয়খানি।


এমনই শঙ্কিত মুহূর্তে
ইচ্ছা হয় শৈশবে ফিরে যেতে
মায়ের কোলে আশ্রয় নিতে।


মা আমার বলতো আমাকে -
ভয় নেই, আমি আছি;
নিরাপদে থাকবি আমার কাছে।


স্নেহ, মমতা ও ভালোবাসায়
আমার শঙ্কিত হৃদয় হতো
কতই না নির্ভীক ও শান্ত।


আজ এই শ্রাবণের বিকালে
মনে হয় হতো ভালো
থাকতাম এখনও যদি ছোট।


এখনও থাকি আমি
বড় আদরের ও স্নেহের
মায়ের সাথে।


মা আমার আছে একইরকম
যদিও হয়েছি আমি বড়
সময়ের রথের গতির সাথে।


বারবার ভাবি আমি
যদি আবার ফিরে পেতাম
শৈশবের সেই দিনগুলিকে।


বারবার মনে হয় যত্ন নিই,
সময় কাটাই মায়ের সাথে
এই ব্যস্ত জীবনের মাঝে।


আজ প্রকৃতির ঝঞ্ঝার সাথে
দিয়েছে পাল্লা জীবনের মরু ঝড়
যা শুধু বোঝে আমার স্নেহের মা।


এখনও প্রতিটি সকালে
আমার ঘুম ভাঙে
মায়ের স্নেহাসিক্ত আহ্বানে।


এখনও ঘুমোতে দেরি হলে
মা আমার বলে বারবার -
ঘুমিয়ে পড়; হয়েছে অনেক রাত।


পেয়েছি অনেকের কাছ থেকে
স্নেহ, মমতা ও ভালোবাসা
কিন্তু মায়ের স্নেহ যেন অমৃত সম।


চাই না কখনও আমি কর্তব্য হতে বিরত।
চাই না হারাতে কখনো মাতৃ স্নেহ।
আমার জীবন হোক মাতৃ স্নেহে ধন্য।


© দীপঙ্কর সাধুখাঁ