.     গতরাতে এসেছিল হৃদয় বাগানে।
    হাসি খুশি মুখ আর ঘন কালো কেশ;
  ষোড়শী যুবতী সদা থাকে খুশি মনে।
    নাম তার মধুরিমা; কথা বলে বেশ।


    মোটা নয়, খাটো নয়, নিখুঁত চেহারা।
    গলায় সোনার হার, নাকছাবি নাকে।
    হৃদয়ে ছিল না মেঘ ছিল চাঁদ তারা।
   অপরূপ শোভা তার গোলাপী পোশাকে।


    চোখ দুটি বলেছিল, "বড় ভালোবাসি;
   পারি নি জানাতে তাই এসেছি এ রাতে।
      এখন দেখাব শুধু প্রেম ঝরা হাসি।
    রাজি হলে চাই আমি জীবন কাটাতে।"


  "প্রেম কি নিয়ম মানে; মানে কোন সীমা?"
    - অকপটে বলে আজ সেই মধুরিমা।


           ©দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৩ ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ।
ইংরেজি:৩০শে সেপ্টেম্বর, ২০১৭।


***এটি শেক্সপীরীয় সনেটের রীতি অনুসরণে রচিত। তিনটি চতুষ্ক ও একটি সমিল দ্বিপদিকা এই সনেটে বিদ্যমান। মিলবিন্যাস — কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ।


***ছন্দ: অক্ষরবৃত্ত। পর্ব: ৮ ও ৬ মাত্রার।