গত রাতে এসেছিল হৃদয় কাননে;
হাসি খুশি মুখ আর ঘন কালো কেশ।
ষোড়শী যুবতী থাকে বড় খুশি মনে;
নাম তার মধুরিমা; কথা বলে বেশ।


মোটা নয়, খাটো নয়, নিখুঁত চেহারা;
গলায় সোনার হার, নাকছাবি নাকে।
হৃদয়ে ছিল না মেঘ ছিল চাঁদ তারা।
অপরূপ শোভা তার গোলাপী পোশাকে।


চোখ দুটি বলেছিল, "বড় ভালোবাসি;
পারি নি জানাতে তাই এসেছি এ রাতে।
এখন দেখাবো শুধু প্রেম ঝরা হাসি।
একসাথে চাই আমি জীবন কাটাতে।"


"প্রেম কি নিয়ম মানে; মানে কোন সীমা?"
- অকপটে বলে আজ সেই মধুরিমা।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৩ ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ।
ইংরেজি: ৩০শে সেপ্টেম্বর, ২০১৭।