হে ভূমি, তোমাকে পড়ে নিরন্তর মনে;
তাই ভাবি ফিরে যাই তোমারই বুকে।
কাটিয়েছি ছেলেবেলা তোমার কাননে
স্নেহ প্রীতি ভালোবাসা মমতায় সুখে।


স্বজন বান্ধব খুঁজি নিয়ত বিদেশে;
প্রতিটি মুহূর্ত কাটে বৃথা চেষ্টা করে।
মনক্লেশে আছি আমি দূরদেশে এসে;
কি দণ্ড দিয়েছে বিধি আমার উপরে!


প্রবাসে বোঝে না কেউ অন্তরের জ্বালা;
এ জীবন অর্থহীন মাতৃস্নেহ ছাড়া।
সময় কাটে না জপি বিষাদের মালা;
অর্থ যশ খ্যাতি আছে, তবু গৃহহারা।


মাতৃভূমি মাতৃসম, বড় ভালোবাসি;  
মনে হয় পাখি হয়ে যাই ঘুরে আসি।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ৭ই ডিসেম্বর, ২০২৩।