পেশায় শিক্ষক তিনি বড়ই সজ্জন;
মহম্মদ গওজ নবী মোল্লা তাঁর নাম।
চরিত্রবান মানুষ তিনি বিদ্বজ্জন;
শিক্ষক মহলে তাঁর আছে সে সুনাম।


ধৈর্যশীল ব্যক্তি তিনি, গর্ব নেই মনে;
ক্রোধ নিয়ন্ত্রনে তাঁর জুড়ি মেলা ভার।
অন্যায়ে সোচ্চার হন তিনি সর্বক্ষণে;
অতি ভদ্র  সুমার্জিত ব্যবহার তাঁর।


কর্তব্য পালনে তিনি বড় নিষ্ঠাবান;
পাঠদানে শিক্ষার্থীরা খুব খুশি হয়।
প্রতিটি মানুষ তাঁকে করেন সম্মান;
এমন ব্যক্তির হবে সর্বক্ষেত্রে জয়।


ইতিহাসে জ্ঞান তাঁর করে ঝলমল।
স্কুলে ও সমাজে তিনি সকলের বল।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৯শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১২ই মে, ২০২২।
কলকাতা, ভারত।