হে ভূমি! সর্বদা পড় তুমি মোর মনে;
তাই ভাবি তব বক্ষে যাই বারেবারে।
স্নেহ-প্রীতি-ভালোবাসা-মমতা-আদরে,
কাটিয়েছি ছেলেবেলা তোমার কাননে।
স্বজন-বান্ধব খুঁজি বিদেশ ভবনে;
- প্রতিটি মুহূর্ত কাটে ব্যর্থ চেষ্টা করে।
কি দণ্ড দিয়েছ বিধি মোর শিরোপরে!
কমল-কানন ছেড়ে আছি নির্বাসনে।


দূর দেশে বোঝে না কেউ আমার বেদনা।
সন্তান জননী ছেড়ে কেমনে রহিবে?
কেমনে ভুলিব আমি সে জ্বালা যন্ত্রণা?
অর্থ-যশ-খ্যাতি-মান জ্বালা কি মেটাবে?
সদাই করিব আমি কাব্য আরাধনা;
হয়তো অশান্ত মন তাতে শান্তি পাবে।


              ----------


         © দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ।
ই্ংরেজি: ৩রা অক্টোবর, ২০১৭।


***এটি  পেত্রার্কীয় সনেটের রীতি অনুসরণে রচিত। অষ্টকের মিলবিন্যাস– কখখক, কখখক। ষষ্ঠকের মিলবিন্যাস– গঘগঘগঘ।


*** ছন্দ: অক্ষরবৃত্ত। পর্ব: ৮ ও ৬ মাত্রার।