তোমার হৃদয় কেন আশঙ্কায় ভরে?
বলো কেন কষ্ট পাও তুমি প্রতি ক্ষণ।
দুঃস্বপ্নে তাড়িত তুমি প্রতিটি প্রহরে;
এভাবে কি কেটে যাবে সারাটি জীবন?


তোমাকে কি কখনও পারি ভুলে যেতে?
যদি তুমি কাঁদ তবে ব্যথা লাগে মনে।
তোমার হাসিতে মন থাকে সুখে মেতে;
সুখে দুখে র'বে তুমি আমার জীবনে।


তুমি ছাড়া এ জীবন শূন্য মনে হয়;
পার নি এখনো তুমি চিনতে আমায়।
মনের আকাশ থেকে দূর করো ভয়;
তোমার প্রেমেতে আমি ধন্য হয়ে যাই।


জীবন সঙ্গিনী তুমি হৃদয়ের আলো;
তোমাকে অন্তর দিয়ে বাসি আমি ভাল।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি; ২০শে মে, ২০২২।
কলকাতা, ভারত।