আমার গৃহিণী চায় সারাক্ষণ আমি থাকি সাথে;
কথা বলি গল্প করি ভালোবাসি তাকে অবিরত।
এখানে ওখানে গেলে প্রিয়া বলে ফিরো কিন্তু রাতে;
বাড়ি থাকি ক্ষতি নেই চলি যেন তার কথা মতো।


সারাদিন মেতে থাকে গৃহকর্মে যেটা তার পেশা;
খেতে আর খাওয়াতে দুটোতে সে বড় তৃপ্তি পায়।
নতুন রেসিপি তৈরি রান্না বান্না তার বড় নেশা;
কাজ শেষে ভালোবেসে অপরাহ্নে শান্তিতে ঘুমায়।


পতিপ্রেম ও সোহাগে গৃহিণীর জুড়ি মেলা ভার;
দুজনে কাটাই ছুটি একসাথে ভ্রমণ বিলাসে।
দুঃসময়ে সুসময়ে সাথে থাকে গৃহিণী আমার;
চেষ্টা করি ভালোবেসে আমি যেন থাকি তার পাশে।


এমন সঙ্গিনী পেয়ে ভরে যায় খুশিতে এ মন;  
গৃহিণীর পতিপ্রেমে ধন্য আমি সার্থক জীবন।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৪ঠা কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ২২শে অক্টোবর, ২০২৩।