বর্ষার দুপুর যেত খিচুড়িতে জমে;
থাকত ইলিশ সাথে কড়া করে ভাজা।
পরিবারের বয়স যেন যেত কমে;
একত্রে খাবার খেয়ে হত মন তাজা।


খেলাধুলা পড়াশোনা সব কিছু ভুলে
মা'র কাছে শুনতাম কত রূপকথা।
মনের দুয়ার যেত একে একে খুলে;
বর্ষার দুপুরে হত প্রাণ খুলে কথা।


ঝিরিঝিরি বৃষ্টিপাতে ছুটির আমেজে
উচ্ছ্বাস-আনন্দ হত দিনটাকে নিয়ে।
অলস সময় মাঝে ঘণ্টা যেত বেজে;
অপরাহ্নে ঘুমাতাম কাঁথা মুড়ি দিয়ে।


শৈশবের দিনে ছিল স্নেহ আর প্রীতি।
ছেলেবেলা ফিরিবে না, মনে পড়ে স্মৃতি।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২৫শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ৷
ইংরেজি : 9 ই মে, ২০২২৷
কলকাতা, ভারত৷