.       বারেবারে মনে হয় পাখি হয়ে উড়ি
         তোমার ঐ হৃদয়ের সুনীল গগনে।
       আমি শুধু পান করে পিপাসার বারি
         সোহাগ প্রেমের গান গাই একমনে।


        কখনো বা মনে হয় বৃষ্টি হয়ে নামি
        প্রচণ্ড গ্র্রীষ্মের দিনে তোমার ধরায়।
        দগ্ধ হৃদয়ের জ্বালা জুড়াব যে আমি
       আমার ভালোবাসার বৃষ্টির ধারায়।


        কখনো বা মনে হয় ফুটি ফুল হয়ে
         তোমার মন ও হৃদয়ের বাগিচায়।
         ছড়িয়ে মধুর গন্ধ তোমার হৃদয়ে
         সার্থক ও ধন্য হবে হৃদয় আমায়।

   এ জীবনে তোমাকেই বেসেছি যে ভালো।
      তুমিই আমার সুখ, হৃদয়ের আলো।


                © দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১৪ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ।
ইংরেজি: ১লা অক্টোবর, ২০১৭।
          (রচনাকাল: ০১/১০/২০১৭।)


***এটি শেক্সপীরীয় সনেটের রীতি অনুসরণে রচিত। তিনটি চতুষ্ক ও একটি সমিল দ্বিপদিকা এই সনেটে বিদ্যমান। মিলবিন্যাস — কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ।


***ছন্দ: অক্ষরবৃত্ত। পর্ব: ৮ ও ৬ মাত্রার।