তুমি যখন থাকতে পাশে
          লাগত আমার বড়ই ভালো।
তোমারই ঐ রূপের মাঝে
          খুঁজে পেতাম বাঁচার আলো।


ইচ্ছা ছিল বন্ধু হয়ে
             থাকব আমি সারা জীবন।
ইচ্ছাগুলো উড়ল না আর
           ব্যথিত তাই আমার এ মন।


তোমার সাথে মাঝে মাঝে
              যেতাম চলে কল্পদেশে।
রূপকথার ঐ জগত থেকে
                ফিরতে হল অবশেষে।


তোমার মনের দরজাতে কেউ
            খিল দিয়েছে গভীর রাতে।
ইচ্ছাগুলো বন্দী হল
         উড়ব না আর তোমার সাথে।


বন্ধু তুমি ভালো থেকো;
                 সৃষ্টি কর নূতন জগত।
শূন্য থেকে চলব আমি;
         সামনে দেখি আনকোরা পথ।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল; ১২ই এপ্রিল, ২০২২।
কলকাতা, ভারত।