বিশ বছর আগে এক বসন্তের রাতে
চন্দ্রালোকে সুশোভিত নন্দন কাননে
হয়েছিল শেষ দেখা সঞ্জনার সনে।
অপরূপ দেখাচ্ছিল রূপালী আভাতে।
চন্দ্রিমার আলো আর মৃদু হাওয়াতে
দুজনে ছিলাম মগ্ন প্রেম-আলিঙ্গনে;
মেতেছিলাম সেখানে সুখের চুম্বনে।
খুশি হয়েছিল চাঁদ প্রেমের লীলাতে।


একে একে চলে গেছে কুড়িটি বসন্ত;
তবু তাকে দেখি যেন নাচে পরী হয়ে।
বিশ বছর হয়েছে দ্রুত অতিক্রান্ত;
অনুভব করি আমি- সাথে আছে প্রিয়ে।
আমাদের এ প্রেমের নেই কোন অন্ত;
চিরকাল রয়ে যাবে পাঠক হৃদয়ে।


      © দীপঙ্কর সাধুখাঁ
(রচনাকাল:৭ই মে, ২০১৮।)
--------------------------------


প্রিয় সঞ্জনা


বিশ বছর আগে এক বসন্তের রাতে
ফুটফুটে জোৎস্নায় নন্দন কাননে
হয়েছিল শেষ দেখা সঞ্জনার সাথে;
অপরূপ দেখাচ্ছিল সেই শুভ ক্ষণে।


চাঁদের আলোয় আর দখিনা বাতাসে
দু'জনে ছিলাম মগ্ন মধুর চুম্বনে;
মেতেছিলাম প্রেমের আনন্দ উচ্ছ্বাসে;
আমাদের দেখছিল চাঁদ খুশি মনে।


কুড়িটি বসন্ত গেছে একে একে চলে;
তবু তাকে দেখি যেন নাচে পরী হয়ে।
সে যেন আমার সাথে কত কথা বলে;
সে যে র'বে চিরদিন আমার হৃদয়ে।


আমাদের প্রেম যেন এক রূপকথা;
র'বে এটি চিরকাল হয়ে এক গাঁথা।  
  
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৪ঠা জুন, ২০২২।